বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলারের অধীনে আর খেলতে চান না খেলোয়াড়েরা। ইংলিশ এই কোচকে বহাল রাখলে একযোগে ১৮ জন ফুটবলার অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) সন্ধ্যায় বাফুফে ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন, সহ-অধিনায়ক মনিকা চাকমা ও অন্যান্য সিনিয়র ফুটবলাররা গণমাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দেন।সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন নারী ফুটবলাররা
সাবিনা খাতুন বলেন:“এই কোচের অধীনে আমরা আর খেলতে পারব না। বাফুফে যদি তাকে রাখে, তাহলে আমাদের সম্মান নিয়ে ফুটবল ছাড়তে হবে।”
মনিকা চাকমা বলেন:“আমরা কোনো অনুশীলন বা জিম কার্যক্রমে অংশ নিচ্ছি না। বাফুফে সভাপতি দেশে ফিরলে তার সঙ্গে আলোচনায় বসব। তবে কোচ বহাল থাকলে আমরা ক্যাম্প ছেড়ে দেব।”
কোচের বিরুদ্ধে অভিযোগ ,সিনিয়র খেলোয়াড়দের প্রতি অসদাচরণ ও অবহেলা,অনুশীলনে অন্যায্য আচরণ,দলের ভেতর বিভেদ সৃষ্টি
বাফুফে স্পষ্ট জানিয়ে দিয়েছে— “যদি খেলতে হয়, তবে পিটার বাটলারের অধীনেই খেলতে হবে।”তবে সিনিয়র খেলোয়াড়রা অনড়। তারা ইতোমধ্যে জাতীয় দলের ক্যাম্প থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।
২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সময় প্রথমবার কোচের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ফুটবলাররা।
দেশে ফিরে এক সিনিয়র খেলোয়াড় সরাসরি বলেছিলেন, “পিটার বাটলার কোচ থাকলে আমি ক্যাম্পে উঠব না।”
এরপরও বাফুফে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পিটার বাটলারের সঙ্গে নতুন চুক্তি করে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দেশে ফিরলে ফুটবলাররা তার সঙ্গে আলোচনায় বসবেন।
কোচ বহাল রাখার সিদ্ধান্ত না বদলালে তারা জাতীয় দল ছাড়বেন।