নাইম হাসান রিদয়
আমরা খুবই আবেগপ্রবণ মানুষ। জীবনে চলার পথে কোন কিছু শুনলে বা জানতে পারলেই মন চায় সেটাকে ছড়িয়ে দিতে। সত্য বা মিথ্যা যাচাই-বাছাই না করেই আমরা তা একে অপরের কাছে বলতে থাকি।
বিশেষ করে বর্তমান সময়ে ফেসবুক নামক স্যোশাল মিডিয়ার ফলে এ কাজটি করতে খুবই সুবিধা হচ্ছে। ফেসবুকে এসব গুজব কিংবা মিথ্যা ঘটনা সবার কাছে পৌঁছে যাচ্ছে মুহূর্তের মধ্যেই। আর একশ্রেণীর মানুষ রয়েছে যারা এসব গুজব শেয়ার করে তাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দিচ্ছে। যার ফলে সমাজে তৈরি হচ্ছে অপ্রীতিকর সব ঘটনা।
সম্প্রতি এ স্যোশাল মিডিয়া থেকে বেশকিছু মিথ্যা তথ্যের ফলে অসাম্প্রদায়িক এ দেশে ঘটেছে নানা বিশৃঙ্খলা। ধর্মে-গোত্রে বেঁধে গিয়েছে দ্বন্দ্ব।
এজন্য এই গুজব থেকে আমাদের সচেতন হতে হবে। বিশেষ করে যুব সমাজের মধ্যে এ প্রবণতাটা একটু বেশি আছে। তাই ফেসবুক ব্যবহারকারী সকল তরুণ প্রজন্মকে গুজব পরিহার করতে এবং ফেসবুকে ছড়িয়ে থাকা সকল তথ্য সত্যতা নিশ্চিত করে শেয়ার বা লাইক দিতে হবে। এ বিষয়ে পারিবারিকভাবে তাদেরকে সচেতন করতে হবে।পাশাপাশি সরকারকে এ বিষয়ে খেয়াল রাখতে হবে।
এমন ঘটনা ঘটলে গুজব রটনাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সর্বোপরি সংশ্লিষ্ট কতৃপক্ষকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।