শুক্রবার, জুলাই ১১, ২০২৫
প্রচ্ছদ প্রচ্ছদ

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর ছয় মাসের অন্তর্বর্তী কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) গাজীপুরের সবুজ পাতা রিসোর্টে বিভাগের বার্ষিক বনভোজনে আনুষ্ঠানিকভাবে এই কমিটির নাম ঘোষণা করেন ফার্মাসি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ড. শরিফা সুলতানা।

নতুন কমিটিতে দায়িত্ব পেয়েছেন: সভাপতি লিতুন,সহ-সভাপতি রিপন,সাধারণ সম্পাদক ওমর,কোষাধ্যক্ষ ফয়েজ,ছাত্র সমন্বয়কারী রিফাত,সাংগঠনিক সম্পাদক তাহমিদ,প্রকাশনা সম্পাদক সামিউল,সাংস্কৃতিক সম্পাদক ফারদিন,ডিজিটাল বিষয়ক সম্পাদক ইব্রাহিম,ক্রীড়া সম্পাদক খোরশেদ।

ফার্মাসিয়া ক্লাবের সভাপতি লিথুন জানান,”আমার লক্ষ্য ফার্মাসিয়া ক্লাব-কে আরও কার্যকর ও শিক্ষামূলক একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা ফার্মাসির বিভিন্ন দিক নিয়ে জানার ও কাজ করার সুযোগ পাবে। আমরা বিভিন্ন কর্মশালা, ইন্ডাস্ট্রি এক্সপোজার, সেমিনার, স্বাস্থ্য ক্যাম্প এবং গবেষণামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা করছি। এছাড়া, ক্লাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও অন্তর্ভুক্তিমূলক করতে চাই, যাতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা যায় এবং সবাই এখান থেকে বাস্তব অভিজ্ঞতা নিতে পারে।”

নতুন নেতৃত্বে ফার্মাসিয়া ক্লাব আরও কার্যকরভাবে ফার্মাসি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে বলে আশা করছেন সাধারণ শিক্ষার্থীরা।

নবনির্বাচিত কমিটির সদস্যরা জানিয়েছেন, একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো, গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার আয়োজন, এবং সমাজসেবামূলক কার্যক্রমে ফার্মাসি বিভাগের ভূমিকা তুলে ধরাই হবে তাদের মূল লক্ষ্য।

এই কমিটির নেতৃত্বে ফার্মাসিয়া ক্লাব নতুন উদ্যমে কাজ করবে বলে প্রত্যাশা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকগণের।

kampungbet

kampungbet

kampungbet

kampungbet

kampungbet

kampungbet

kampungbet

অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না: জামায়াতের নায়েবে আমির

অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় এবং নির্বাচন সুষ্ঠু করতে গুণগত পরিবর্তন ও সংস্কার প্রয়োজন—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে ‘জুলাই বিপ্লবের শহিদ স্মরণিকা’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ডা. তাহের বলেন, “ন্যায়সঙ্গত সময়ের মধ্যেই একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার নয়। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের গুণগত পরিবর্তন জরুরি।”

তিনি আরও বলেন, “সঠিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনার বৈধতা রাখে। নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করা দেশবিরোধী কর্মকাণ্ড।”

 

নির্বাচন আয়োজন নিয়ে টালবাহানা প্রসঙ্গে তিনি বলেন, “যে কোনো অজুহাতে সময়ক্ষেপণ ৫ আগস্টের চেতনাবিরোধী তৎপরতা। জনগণ কখনোই এটি মেনে নেবে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, মো. আবদুস সাত্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

kampungbet

kampungbet

kampungbet

kampungbet

kampungbet

kampungbet

kampungbet

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশ, বিজিবি, র‌্যাব, ডিএমপি, কোস্ট গার্ড ও বিশেষ শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “নিরাপত্তা বাহিনীগুলোকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার সক্ষমতা বাড়াতে হবে। একটি শক্তিশালী কমান্ড সেন্টার গড়ে তুলতে হবে, যা নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে।”

তিনি আরও বলেন, নতুন এই কাঠামো দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সব বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কার্যক্রম একীভূত করবে।প্রধান উপদেষ্টা আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক অবস্থান নেওয়ার নির্দেশ দেন।তিনি বলেন, “যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদের সতর্ক থাকতে হবে। ২০২৪ সাল দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না।”

তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিপুল অর্থ ব্যয় করছে এবং মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। দেশবাসীকে এসব অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের মানবাধিকার রক্ষা ও ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।তিনি বলেন, “সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়ে আমাদের সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে।”

রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে পুলিশকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।পুলিশ প্রধান বাহারুল আলম জানান, শেখ হাসিনার নিরাপত্তা বাহিনী কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তে ১০টি বিশেষ টিম গঠন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা এসব মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে বলেন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেন।পুলিশ মহাপরিদর্শক জানান, বাংলাদেশ ইতোমধ্যে ইন্টারপোলের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ পাঠিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, পুলিশের কড়া নিরাপত্তার কারণে রাজধানীতে ছিনতাই ও ডাকাতির হার উল্লেখযোগ্যভাবে কমেছে।তিনি বলেন, “আমাদের অভিযান চলমান থাকবে, যাতে অপরাধীরা কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”

kampungbet

kampungbet

kampungbet

kampungbet

kampungbet

১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোদি-ট্রাম্প বৈঠক: বন্ধুত্বের নতুন দিগন্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি। হোয়াইট হাউসে দুই নেতার এই গুরুত্বপূর্ণ সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্স সফর শেষে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী মোদি। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবস্থানকালে আমেরিকান কর্পোরেট নেতা ও ভারতীয় বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে তাঁর বৈঠকের পরিকল্পনা রয়েছে।

ট্রাম্প নিজেই গত সপ্তাহে ফ্লোরিডায় সাংবাদিকদের জানিয়েছেন, “মোদির সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি সম্ভবত ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন। ভারতের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে।”

মাইক্রো ব্লগিং সাইট এক্সে মোদি লিখেছেন, “আমরা এমন একটি বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়তে চাই, যা দুই দেশের জন্য লাভজনক হবে। আমাদের জনগণের কল্যাণ ও বিশ্বশান্তির জন্য একসঙ্গে কাজ করব।”

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ট্রাম্প ভারত-মার্কিন বাণিজ্যকে আরও ন্যায্য করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতাকে শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেবেন। পাশাপাশি, চীনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার ওপরও আলোচনা হবে।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে তাঁর শেষ বিদেশ সফর ছিল ভারত। মোদির সঙ্গে তাঁর ব্যক্তিগত সুসম্পর্ক বরাবরই দৃশ্যমান। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের সঙ্গে কথা বলা বিশ্বের শীর্ষ তিন নেতার একজন ছিলেন মোদি।

যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৩-২৪ সালে এই দুই দেশের বাণিজ্যের পরিমাণ ১১৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি প্রতিরক্ষা খাতে ভারতকে আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই সফর ভারত-মার্কিন সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।

kampungbet

kampungbet

ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল থামছে না

“আমি আমার বাবাকে চাই, আমার একটাই সন্তান!”—আহাজারি করতে করতে এই কথাগুলো বলছিলেন লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত টিটু হাওলাদারের মা কুলসুম বেগম। ছেলেকে ইউরোপে পাঠানোর আশায় দালালের হাতে তুলে দিয়েছিলেন ১৬ লাখ টাকা। কিন্তু অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যেতে গিয়ে ছেলের লাশই ফিরলো তাঁর কাছে।

শুধু টিটুর পরিবারই নয়, মাদারীপুরের রাজৈর উপজেলার অন্তত ১০টি পরিবার আজ শোকে স্তব্ধ। লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা নৌকা ডুবে প্রাণ গেছে ২৩ বাংলাদেশির, যাদের মধ্যে ১০ জনই রাজৈরের বাসিন্দা।

নিহতদের মধ্যে টিটু হাওলাদার (২৪) ও তাঁর মামা আবুল বাশার আকনও ছিলেন। ইতালি গিয়ে পরিবারের ভাগ্য ফেরানোর স্বপ্ন ছিল তাঁদের। আবুল বাশার কয়েক মাস আগেই লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন, পরে ভাগ্নে টিটু তাঁর পথ অনুসরণ করে। কিন্তু ২৫ জানুয়ারি লিবিয়া উপকূল থেকে যাত্রা করা ইঞ্জিনচালিত নৌকাটি গভীর সমুদ্রে ডুবে যায়।

টিটুর বাবা হাসান হাওলাদার বলেন, “অনেক কষ্ট করে ছেলেকে বড় করেছি, ধারদেনা করে বিদেশ পাঠালাম। এখন ছেলেই নেই, আমি এ ঋণ কীভাবে শোধ করব?”

আবুল বাশারের বড় ভাই বাচ্চু আকন জানান, ভাই ও ভাগিনাকে ইতালি পাঠানোর জন্য দালালদের মোট ২৮ লাখ টাকা দিয়েছেন। এখন তাঁদের লাশ ফেরত আনতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন।

শুধু টিটুর পরিবার নয়, একইভাবে প্রতারিত হয়েছেন রাজৈর উপজেলার সুন্ধিকুড়ি গ্রামের সাগর বিশ্বাস, আশীষ কীর্তনীয়া, সাগর বাড়ৈ, শাখারপাড়ের সজীব মোল্লা, সাদবাড়িয়ার রাজীব হোসেন, বৌলগ্রামের অনুপ সরকার ও নৃপেন কীর্তনীয়া, গোবিন্দপুর গ্রামের ইনসান শেখ ও আবুল বাশারের পরিবারও।

রাজৈর থানার ওসি মো. মাসুদ হোসেন খান বলেন, “আমরা নিহতদের তালিকা তৈরি করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাচ্ছি, যাতে তাঁদের লাশ দেশে ফেরানো সম্ভব হয়। দালালদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গত ২৫ জানুয়ারি ৫৬ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে নৌকাটি যাত্রা করেছিল। ২৮ থেকে ৩১ জানুয়ারির মধ্যে ২৩ জনের মরদেহ উপকূলে ভেসে আসে। ধারণা করা হচ্ছে, বেশিরভাগই বাংলাদেশি।

প্রতিবছর ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে হাজারো বাংলাদেশি দালালদের মাধ্যমে অবৈধ পথে লিবিয়া যান। ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে চলা নৌকাগুলোই হয় তাঁদের জন্য মৃত্যুকূপ।

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের আসরে রক্তক্ষয়ী হামলা: বাবা-ছেলে গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়েছেন আব্দুল খলিল মিয়া (৫৫) ও তাঁর ছেলে মো. আসিফ (২০)। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর উপজেলার বডি-কান্দি পশ্চিম পাড়া গ্রামে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।

আহতদের স্বজন শিউলি আক্তার জানান, খলিল মিয়ার ভাতিজার বিয়ের অনুষ্ঠান চলাকালে প্রতিপক্ষের সঙ্গে সামান্য কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন পিস্তল ও বন্দুক নিয়ে অতর্কিত হামলা চালায়, এতে খলিল মিয়া ও তাঁর ছেলে গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁরা জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে, এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পাবনায় পুলিশের গাড়ি থামিয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল গ্রামবাসী

পাবনার সুজানগরে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আবদুল ওহাবকে পুলিশের গাড়ি থামিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার বিকেলে মথুরাপুর স্কুলমাঠ এলাকায় কয়েকশ গ্রামবাসী পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তাকে ছিনিয়ে নেয়।

স্থানীয়রা জানান, আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় পুলিশ আবদুল ওহাবকে গ্রেপ্তার করে। খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি গ্রামের শত শত মানুষ জড়ো হয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে এবং ধস্তাধস্তির পর তাকে ছিনিয়ে নেয়।

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, পুলিশ ও জনতার মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং একপর্যায়ে আবদুল ওহাবকে ছিনিয়ে নেওয়া হয়।

সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, আবদুল ওহাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা বিস্ফোরক মামলার আসামি। তাকে গ্রেপ্তারের পর জনতা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ছেলের নাম কমিটিতে না থাকায় প্রধান শিক্ষককে মারধর, প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে ছেলের নাম অন্তর্ভুক্ত না করায় প্রকাশ্যে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা মো. রেজাউল হকের বিরুদ্ধে। ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আজ রোববার বেলা ১১টার দিকে চরকাঁকড়া ইউনিয়নের পণ্ডিতের হাটে পশ্চিম চরকাঁকড়া পণ্ডিতের হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এন এন ইয়াসিনকে লাঞ্ছিত করেন বিএনপি নেতা রেজাউল হক। প্রধান শিক্ষকের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং কোম্পানীগঞ্জ-পণ্ডিতের হাট সড়ক অবরোধ করে।

জানা গেছে, বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির জন্য তিন সদস্যের নাম প্রস্তাব পাঠানোর সময় বিএনপি নেতা রেজাউল হকের ছেলের নাম বাদ পড়ায় তিনি ক্ষুব্ধ হন। তার ছেলে কমিটিতে স্থান না পাওয়ায় প্রধান শিক্ষককে মারধর করেন বলে অভিযোগ।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রেজাউল হক প্রকাশ্যে ক্ষমা চান এবং শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। তবে অভিযুক্ত বিএনপি নেতা মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি শুধু প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করেছি, তবে একটু গালমন্দ করেছি।”

কোম্পানীগঞ্জ থানার এসআই নাহিদ হোসেন জানান, প্রধান শিক্ষকের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাধার মুখে ইন্টারকন্টিনেন্টালের সামনে বিক্ষোভ, প্রধান উপদেষ্টার বাসভবনের পথে আহতরা

রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বিক্ষোভে বসেছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে যেতে পুলিশি বাধা পেয়ে তাঁরা সেখানেই অবস্থান নিয়ে প্রতিবাদ করছেন।

আহতদের সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার (৩ ফেব্রুয়ারি) থেকে তাঁদের আন্দোলন চলছে। রবিবার সকাল থেকেই তাঁরা মিরপুর সড়কের শিশুমেলা মোড়ে অবরোধ করেন। সন্ধ্যায় সেখান থেকে সরতে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেডের মুখে পড়েন এবং সেখানেই বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনকারীদের একজন আমিনুল ইসলাম ইমন বলেন, “আমরা গতকাল রাত থেকে রাস্তায়, কিন্তু সরকারের কেউ আমাদের সঙ্গে দেখা করেনি। অথচ আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার ক্ষমতায় এসেছে।”

বিক্ষোভকারীদের আরেকজন কোরবান শেখ জানান, সন্ধ্যা ৬টার দিকে তাঁরা শিশুমেলা মোড় থেকে যমুনার দিকে রওনা হন। কেউ হেঁটে, কেউ রিকশায়, কেউ হুইলচেয়ারে করে যাচ্ছিলেন। তবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসতেই বাধা পেয়ে অবস্থান নেন।

এর আগে, রবিবার সকাল ১১টা থেকে আন্দোলনকারীরা শিশুমেলা মোড় অবরোধ করলে রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুরে তাঁরা সচিবালয়ের দিকে পদযাত্রার ঘোষণা দিলেও পরে পরিকল্পনা পরিবর্তন করে যমুনার দিকে রওনা হন।

এই আন্দোলন কতদূর গড়ায় এবং সরকার কী পদক্ষেপ নেয়, তা নিয়ে কৌতূহলী রাজধানীবাসী।

বিএনপি কার্যালয়ে হামলার আসামির কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিলেন শার্শা বিএনপি নেতারা

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার মামলার আসামি মোহাম্মদ আজিম উদ্দিন গাজীর কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেছেন যশোরের শার্শা উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতারা। এদের মধ্যে ছিলেন কমিটির সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম।

শনিবার (৩ ফেব্রুয়ারি) শার্শার বাহাদুরপুর ইউনিয়নের সজনের ভেড়ি এলাকায় বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির পিকনিক অনুষ্ঠানে বিএনপি নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আজিম উদ্দিন গাজী, যিনি একই সংগঠনের সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার সাবেক কাউন্সিলর।

আজিম উদ্দিন গাজী ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপি কার্যালয়ে হামলা মামলার ১৩১ নম্বর আসামি। মামলায় বিস্ফোরক আইনে ২৫৬ জনের নাম উল্লেখ করা হয় এবং ৫০০-৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। যদিও গাজীর দাবি, তিনি ওই সময় ঢাকায় ছিলেন না এবং ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে মামলায় ফাঁসানো হয়েছে।

বিএনপির শার্শা উপজেলা সভাপতি আবুল হাসান জহির জানান, “এটি রাজনৈতিক অনুষ্ঠান ছিল না, একটি ব্যবসায়িক সংগঠনের পিকনিক। আমাদের সংগঠনের সদস্য হিসেবে শুভেচ্ছা জানানো হয়েছে। আজিম উদ্দিন গাজীর বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা আমাদের জানা ছিল না।”

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার মামলার আসামির কাছ থেকে দলের শীর্ষস্থানীয় নেতারা ফুলেল শুভেচ্ছা নেওয়া কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।