ভিডিওধারণ নিষিদ্ধ করে এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) এক নোটিশে বলেছে – যাত্রী বেশে এক শ্রেণির তরুণ এনা পরিবহনের বাসে উঠে চালকদের দ্রুতগতিতে বাস চালাতে উসকে দিচ্ছেন। এরপর এক ধরনের ‘বাস রেসের’ ভিডিও করে ফেসবুক-ইউটিউবে আপলোড করছেন তারা।
এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) লিমিটেডের জেনারেল ম্যানেজারের নির্দেশিত নোটিশে বলা হয়েছে, এনা ট্রান্সপোর্টের সুনাম ক্ষুন্ন করার জন্য কিছু দুষ্কৃতকারী যাত্রী বেশে এনা বাসে ভ্রমণের নামে ড্রাইভারদের সাথে সুসম্পর্ক করে, রাস্তায় অন্য পরিবহনের সাথে প্রতিযোগিতার মাধ্যমে ওভার স্পিডে গাড়ি চালাতে উৎসাহিত করে এবং সেই সাথে ভিডিও ধারণ করে ইউটিউব এবং ফেসবুকে প্রচার করে। তাই, এনা ট্রান্সপোর্টের সুনাম রক্ষার্থে বাসে কোনো যাত্রী কোনো রকম ভিডিও ধারণ করতে পারবেন না। পাশাপাশি ড্রাইভারের পেছনের সিটের যাত্রীরা যেন কোনোভাবেই ওভার স্পিডে গাড়ি চালাতে চালককে উৎসাহিত করতে না পারে, সেটা সুপারভাইজারকে সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, আমরা এখন সব বাসেই জিপিএস সিস্টেম করছি। এগুলো নিয়মিত মনিটর করা হয়। কোনো বাস ওভারস্পিডে চালালে আমরা দেখে সেই বাসের সুপারভাইজারের সঙ্গে কথা বলি।
এ ছাডা হাইড্রলিক হর্ন নিয়ে তিনি আরও বলেন , ঢাকা সিটির ভেতরে হাইড্রলিক হর্ন বাজানো যাবে না। হাইড্রলিক হর্ন বাজানোর কারণে মামলা হলে কর্তৃপক্ষ দায়-ভার বহন করবে না।