ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ব্যাপারে আটদফা দাবিতে মঙ্গলবার দুপুর থেকে আমরণ অনশন করা ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহর অনশন ভাঙ্গালেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে পানি খাইয়ে হাসনাতের অনশন ভাঙ্গালেন উপাচার্য। এসময় তিনি আটদফা দাবি পূরণের আশ্বাস দেন।
এসময় উপাচার্য বলেন, আমি ঘোষণা দিচ্ছি এই মুহূর্ত থেকে কোনো শিক্ষার্থীকে দাপ্তরিক কাজের জন্য আর রেজিস্ট্রার বিল্ডিংয়ে যেতে হবে না। সকল কাজ হল এবং বিভাগে সম্পন্ন হবে। সেখানে আমাদের লোকাবল দেওয়া আছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
তিনি আরো বলেন, আমাদের কোনো শিক্ষার্থী যেন রেজিস্ট্রার বিল্ডিংয়ে এসে মুল্যবান সময় নষ্ট না করে। সেসময়টিতে তারা যেন পড়াশোনা করে, সেমিনার রুমে আড্ডা দেয় এবং লাইব্রেরিতে যায়। কোনোক্রমেই কোনো কাজেই তারা রেজিস্ট্রার বিল্ডিংয়ে আসবে না। সকল কাজ হল এবং লাইব্রেরিতে সম্পাদন হবে। সেখানে কেউ হয়রানি হলে প্রভোস্ট এবং চেয়ারম্যানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপাচার্যের সাথে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া, প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীসহ সহকারী প্রক্টর ও বিভাগের শিক্ষকরা। অনশন ভাঙ্গানোর পর হাসনাত আব্দুল্লাহকে এম্বুল্যান্স করে তার সহপাঠীরা ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।
এর আগে ৩০ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় প্রশাসনিক ভবনের গেইটের সামনে তিনি আটদফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। তখন কর্মসূচি শেষে তিনি ৮টি দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নিকট প্রদান করেন। পরে দাবি পূরণ না হওয়ায় ফের গত ১৮ সেপ্টেম্বর থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। এরপর মঙ্গলবার দাবি বাস্তবায়ন ও প্রশাসন থেকে দাবি বাস্তবায়নের কোনো আশ্বাস না পাওয়ায় আমরন অনশনে বসেছিলেন হাসনাত আবদুল্লাহ