ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আট দফা দাবিতে অনশনরত হাসানত রাতে অজ্ঞান হয়ে যায় এবং সকালে শরীরের বাম দিক নিস্তেজ হয়ে পরে। তাই আজ সকাল ১১ টায় আট দফা সমর্থনকারী শিক্ষার্থী বৃন্দ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের (রেজিস্ট্রার ভবন) ডিজিটালাইজেশনসহ আট দফা দাবিতে গত রবিবার থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ। দাবি বাস্তবায়ন ও প্রশাসন থেকে দাবি বাস্তবায়নের কোনো আশ্বাস না পাওয়ায় গতকাল থেকে আমরন অনশনে বসেছিলেন এবং ২৪ ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও কতৃপক্ষের নেই কোন সাড়া। আট দফা সমর্থনকারী শিক্ষার্থী বৃন্দ জানান, সব শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক বন্ধুদের সহযোগিতা কামনা করছি।
এর আগে ৩০ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় প্রশাসনিক ভবনের গেইটের সামনে তিনি আটদফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। তখন কর্মসূচি শেষে তিনি ৮টি দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নিকট প্রদান করেন। পরে দাবি পূরণ না হওয়ায় ফের গত ১৮ সেপ্টেম্বর থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন হাসানত।