দেশের চলমান হরতাল-অবরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থগিতকৃত পরীক্ষাসমূহ অনেক বিভাগ শুক্র-শনিবার নেওয়ার উদ্যােগ নিয়েছে। বন্ধের দিন পরীক্ষা চললেও শাটল ট্রেন বন্ধের শিডিউলেই চলছে। এতে ভোগান্তিতে পড়ছেন অনেক শিক্ষার্থী৷ এমতাবস্থায় শুক্র-শনিবার বন্ধের দিনেও স্বাভাবিক শিডিউলে ট্রেন চালানোর দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)৷
মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর সাংবাদিক সমিতির দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আজহার স্বাক্ষরিত এক স্মারকলিপিতে এ দাবি জানান সংগঠনটির নেতারা। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক ইমাম ইমু, অর্থ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রোকনুজ্জামানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রক্টর ড. নূরুল আজিম সিকদার তাৎক্ষণিক রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন৷ শিগগির শুক্র-শনিবারও স্বাভাবিক শিডিউলে শাটল চলাচলের আশ্বাস দেন তিনি।