বগুড়ার দুপচাঁচিয়ায় অটোভ্যান ছিনতাই করতে হারুন ফকির নামে এক চালককে খুন করেছে দুর্বৃত্তরা। এ সময় ভ্যান গাড়িতে থাকা ৪টি ব্যাটারি নিয়ে গেছে তারা।
সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের করমজি ও কুশ্বহর গ্রামের সীমান্তবর্তী এলাকার ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের দুই পায়ের রগ কাটা ও তার মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে উপজেলার সদর ইউনিয়নের ভাটাহার গ্রাম থেকে তার ভ্যান উদ্ধার করা হয়। হারুন ওই উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়া মাটিহাস ইসলামপুর গ্রামের মৃত মইনুদ্দিন ফকিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ।
ওসি জানান, রোববার বিকেলে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন হারুন। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। পরে সোমবার সকালে স্থানীয়দের দেয়া খবরে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই হারুনকে খুন করা হয়েছে। হারুনের দুই পায়ের রগ কাটা ও তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। তবে ভ্যান থেকে ব্যাটারি খুলে নিয়েছে দুর্বৃত্তরা।