ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ স্কুল বিডি শাখার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার বিকেলে ইবি জিমনেসিয়াম চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন স্কলারশিপ স্কুল বিডি ইবি শাখার সভাপতি ও লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিন্নুরাইন শেখ এবং সাধারণ সম্পাদক ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফায়েল অাহমেদ অংকন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিদেশে উচ্চশিক্ষায় অাগ্রহী শিক্ষার্থীরা। বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক অালোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে অাইইএলটিএস বুক গিফট এবং সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
স্কলারশিপ স্কুল বিডি একটি স্বেচ্ছাসেবী সংগঠন যেটি বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপ, গবেষণা ও নেতৃত্ব-দক্ষতা অর্জনসহ ইত্যাদি বিষয়ে বিনামূল্যে সহযোগিতা করে থাকে। সংগঠনটির যাত্রা শুরু হয় ২০২০ সালের ১৪ই জুন এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সিইও কানাডার বিশ্ববিখ্যাত ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী নাজমুল হাসান তপু। তারই উদ্যোগে স্কলারশিপ স্কুল বিডি ফেসবুকে অাজ প্রায় ৪০ হাজার শিক্ষার্থীদের কমিউনিটি তৈরি হয়েছে। যেখানে শিক্ষার্থীরা প্রতিনিয়ত স্কলারশিপ, গবেষণা বিষয়ে জানতে ও শিখতে পারছে। এছাড়াও সংগঠনটির ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলোর মাধ্যমে স্কলারশিপ ও গবেষণার অানুসাঙ্গিক বিষয়গুলো শিক্ষার্থীরা হাতে কলমে জানতে ও শিখতে পারবে।
জুয়েল রানা
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
মোবা: ০১৮৫০৮১৯৮৫৮
তারিখ: ১৯-০৩-২৩