চট্টগ্রামের রাউজান ও বোয়ালখালীতে পৃথক অগ্নিকাণ্ডে আটটি দোকান ও বসতঘর পুড়ে গেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার রাতে রাউজান উপজেলার বিনাজুরী ইউপির কাগতিয়া বাজারে ও বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ ইউপির মুন্সিপাড়া আজিম মাস্টারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাউজান ফায়ার স্টেশনের পরিদর্শক নজরুল ইসলাম বলেন, রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে এর আগেই চারটি দোকান পুড়ে যায়।
বোয়ালখালী ফায়ার স্টেশনের ইনচার্জ মংসুইনু মারমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৪-৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।