নেত্রকোনার দুর্গাপুর সদর ইউনিয়নের নলোয়াপাড়া চায়নারমোড় এলাকায় গুপ্তধন ভেবে লুকিয়ে রাখা হয়েছিল অবিস্ফোরিত মর্টার শেল পরে সেটি উদ্ধার করে পুলিশ।
জানা যায় নেত্রকোনার দুর্গাপুরে পুকুর খনন করতে গিয়ে ভেকুচালক আজিজুল ইসলাম (৩৮) লম্বাকৃতির ধাতব কিছু পেয়ে ভেবেছিল বিশেষ কোনো ধরনের গুপ্তধন পরে সেটি তিনি লুকিয়ে রাখেন তার নিজ বাস ভবনে।
পরে শনিবার (২২ অক্টোবর) সকালে আজিজুল ইসলাম (৩৮) বাড়িতে না থাকায় তাঁর আট বছরের ছেলে মর্টার শেলটিকে বাইরে এনে দা দিয়ে আঘাত করতে থাকে। এ সময় প্রতিবেশী এক ব্যক্তি দেখে শিশুটিকে থামান।
পরে বিষয়টি জানাজানি হলে শনিবার (২২ অক্টোবর) পুলিশ এসে অবিস্ফোরিত মর্টার শেলটি উদ্ধার করে।
এ নিয়ে স্থানীয় লোকজন বলেন, বিষয়টি জানাজানি হলে শনিবার (২২ অক্টোবর) বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে সব খুলে বলেন আজিজুল। এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে।
মর্টার শেলটির সর্বশেষ অবস্থা জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, অবিস্ফোরিত মর্টার শেলটি উদ্ধার করে নলুয়াপাড়া এলাকায় একটি মাঠে রাখা হয়েছে।