গুলশান নগর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
৯ সদস্যের এ কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এ ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে একটি অফিস আদেশ জারি করেছেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
ডিএনসিসি সচিব জানান, ৯ সদস্যের এ কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
সেই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিতকরণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় এবং পরবর্তী করণীয় বিষয়ে সুপারিশ করতে হবে।
জানা গেছে, ৯ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির বিদ্যুৎ সার্কেলের নির্বাহী প্রকৌশলীকে।
এছাড়া কমিটির বাকি ৭ সদস্য হলেন, ডিএনসিসির অঞ্চল ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা, ডিএনসিসি সিস্টেম অ্যানালিস্ট, অঞ্চল ৩ এর নির্বাহী প্রকৌশলী, টিইসির নির্বাহী প্রকৌশলী, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বারিধারা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ফরহাদুজ্জামান এবং ডিএনসিসির নিরাপত্তা কর্মকর্তা।