ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ইয়োগা দিবস ইয়োগা সেশনের মাধ্যমে উদযাপিত হয়েছে। ৯ম আন্তর্জাতিক ইয়োগা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে উন্মুক্ত লাইব্রেরির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় এর টিএসসিতে ইয়োগা সেশনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
মঙ্গলবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ক্রীড়া কক্ষে (গেমস রুম) ইয়োগা সেশনটি অনুষ্ঠিত হয়৷ উন্মুক্ত লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোছাদ্দেক বিল্লাহর সঞ্চালনায় ও হু ফাউন্ডেশনের সেক্রেটারি ও যোগাচার্য কামরান জ্যাকব এর পরিচালনায় ইয়োগা সেশনটি অনুষ্ঠিত হয়। নবম ন্তর্জাতিক ইয়োগা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে উন্মুক্ত লাইব্রেরি কর্তৃক আয়োজিত ইয়োগা সেশনটি পরিচালনা করেছে হু ফাউন্ডেশন ।
হু৷ এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আশিকুর রহমান, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আহমেদুল কবির ইয়াং এবং উন্মুক্ত লাইব্রেরির প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। বই পড়ার অভ্যাস, মানুষের মধ্যে বই চর্চার আবহ তৈরির পাশাপাশি সাংস্কৃতিকভাবে মানুষকে চিন্তাশীল করে গড়ে তোলার লক্ষ্যে উন্মুক্ত লাইব্রেরি সাংস্কৃতিক আয়োজনকে গুরত্বপূর্ণ উপাদান মনে করে৷ তারই অংশ হিসেবে আন্তর্জাতিক ইয়োগা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে উন্মুক্ত লাইব্রেরি ইয়োগা সেশনের আয়োজন করেছে। উন্মুক্ত লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, শারীরিক সুস্থতা কিংবা মানসিক প্রশান্তির জন্য ইয়োগা খুবই কার্যকর বিষয়। বিশ্বব্যাপী ইয়োগা গুরুত্বের সাথে চর্চিত হলেও আমাদের দেশে ইয়োগা চর্চার সেরকম পরিবেশ এখনো তৈরি হয়নি। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়েও ইয়োগা চর্চার পরিবেশ এখনো নেই।
এতে করে আমাদের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। কিন্তু আমরা দেখেছি ইয়োগা চর্চার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে৷ আজই প্রথম উন্মুক্ত লাইব্রেরির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত হয়েছে৷ আমরা শিক্ষার্থীদের জন্য প্রতি সপ্তাহে অন্তত এক দিন করে ইয়োগা সেশন আয়োজন করার পরিকল্পনা করার চেষ্টা করছি।
একই সাথে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানিকভাবে ইয়োগা চর্চার আয়োজন করা হলে শিক্ষার্থীরা উপকৃত হবে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আশিকুর রহমান বলেন, ইয়োগা চর্চার মাধ্যমে আমরা আত্মিক প্রশান্তি লাভ করতে পারি। এমনকি মানুষ হিসেবে সুশৃঙ্খল ও সুস্থ জীবনযাপনের জন্য ইয়োগা চর্চা কার্যকর বিষয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইয়োগা চর্চার উদ্যোগ গ্রহণ করা হলে শিক্ষক-শিক্ষার্থীরা এর সুফল লাভ করতে পারবে৷ উল্লেখ্য ২০১৫ সালে প্রথমবারের মতো বিশ্বব্যাপী আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত হয়েছে৷ এবছর নবম বারের মতো বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হচ্ছে।