আল আমিন বেরোবি প্রতিনিধি
ড্রোন এর ব্যবস্থাপনা ও ব্যবহার এর উপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দিনব্যপী কর্মশাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষক হিসেবে ছিলেন নেদারল্যান্ডের ওয়াগেনিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল রিসার্সার ড. আই আর এইচ মুসতাফা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীব ও ভূবিজ্ঞান অনষদের ডিন ড.আবু রেজা তওফিকুল ইসলাম এবং আরও উপস্থিত ছিলেন বেরোবি ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষকরা। দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক ড. আই আর এইচ মুস্তাফা ড্রোন এর পরিচিতি এবং ড্রোন এর প্রয়োজনীতা সম্পর্কে আলোচনা করেন। স্যাটেলাইট ইমেজ এবং ড্রোন ইমেজের মধ্যে পার্থক্য তুলে ধরেন। বিভিন্ন ক্ষেত্রে ড্রোন এর ব্যবহার এবং ড্রোন আইন নিয়ে আলোচনা করেন। এছাড়াও শিক্ষার্থীদের হাতে কলমে ড্রোন ব্যবহার শিক্ষা এবং ড্রোন থেকে পাওয়া ডাটা বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণ শিক্ষা দেন। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুর হাসেম বাধন বলেন, ড্রোন হলো আমাদের সাব্জেকট সম্পর্কিত বিষয়। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে তেমন আর্থিক বাজেট না থাকায় ড্রোন নিয়ে হাতেকলমে শিখতে পারিনা শুধুমাত্র বইয়ের মধ্যে পড়ি। এতে আমাদের পুথিগত বিদ্যা অর্জন হলেও কোনো প্রাক্টিক্যাল জ্ঞান থাকে না। এতে আমরা গবেষণায় যেতে পারি না। আজকে ড্রোন নিয়ে কর্মশালায় আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এখন আমরা মিনিমাম সাপোর্ট পেলেই ড্রোন কে কাজে লাগিয়ে গবেষণা করতে পারবো। আমরা চাই এরকম কর্মশালার ব্যবস্থা আমাদের বিভাগে অব্যাহত থাকুক।