নতুন মিস ডিভা ইউনিভার্স ২০২২ নির্বাচিত হয়েছেন ভারতের কর্ণাটকের দিভিতা রাই। রোববার রাতে দিভিতার মাথায় মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ২০২১ হারনাজ সান্ধু। তেলেঙ্গানার প্রজ্ঞা আয়াগিরিকে ঘোষণা করা হয় মিস ডিভা সুপারন্যাশনাল ২০২২।
কর্ণাটকে জন্ম হলেও দিভিতা ভারতের অনেক শহরেই থেকেছেন বাবার চাকরির কারণে। পেশায় একজন আর্কিটেক্ট ও মডেল। এছাড়া ব্যাডমিন্টন, বাস্কেটবল, ছবি আঁকার শখ আছে। এবার তিনি ভারতের হয়ে অংশ নেবেন ৭১তম মিস ইউনিভার্সে।
মিস ডিভা ইউনিভার্স জেতার পর দিভিতা বলেন, অসাধারণ লাগছে। অবশেষে আমার মাথায় উঠল এই মুকুট। এটা অবিশ্বাস্য। আমি এ অনুভূতি প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি। সবকিছু অন্যরকম লাগছে।
মিস ডিভা ইউনিভার্স ২০২২ এর অনুষ্ঠানে হাজির ছিলেন ২০০০ সালের মিস ইউনিভার্স লারা দত্ত, ১৯৬৪-র মিস ইন্ডিয়া মেহের কাস্টেলিনো, মিস ইন্ডিয়া ১৯৮০ সংগীতা বিজলানি, মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০০৪ তনুশ্রী দত্ত।