মোঃ জাহিদুল হাসান,জবি
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সলর মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সময় দিলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হবে বলে ডিনস কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার ( ১ নভেম্বর) অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে ঘোষণা দেয়া হয়েছিল যে, ১১ জানুয়ারি জবির জন্য সমাবর্তন দিবস হিসেবে নির্ধারণ করা হবে। প্রথম সমাবর্তনও এই দিনেই হয়েছিল। রাষ্ট্রপতির সম্মতি দিলে আবারও এই দিনেই দ্বিতীয় সমাবর্তন আয়োজন করার দাবি জানাচ্ছে অনেক শিক্ষার্থী।
উল্লেখ্য, ২০২০ সালের ১১ জানুয়ারিতে প্রথম সমাবর্তনে ১৮ হাজারের বেশি ডিগ্রিধারীকে নিয়ে প্রথমবারের মতো সমাবর্তনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড মোঃ ইমদাদুল হক জানান, আমরা চাই দ্রুতই সমাবর্তন হোক এ নিয়ে কাজ করতেছি সবাই।
জবির দ্বিতীয় সমাবর্তনের জন্য অপেক্ষায় আছে প্রায় ১২ হাজার শিক্ষার্থী। ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ডিগ্রিধারীদের নিয়ে এ সমাবর্তনের আয়োজন হবে। চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে গেলে সমাবর্তন পেয়ে যেতে পারে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (১৩ ব্যাচ) শিক্ষার্থীরাও।
তবে এবারের সমাবর্তনের স্থান ধূপখোলা মাঠে হবে নাকি কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাসে হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।