বেরোবি প্রতিনিধি; মোঃ আল আমিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরে বিদ্যুৎ সাশ্রয়ের নামে বিশ্ববিদ্যালয় বন্ধ সহ বিভিন্ন রকম অনিয়মের বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখা একটি মানববন্ধন কর্মসূচি পালন করে।
বুধবার (২২ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল বা মিডিয়া চত্বরে মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। অবস্থানরত শিক্ষার্থীদের দাবী দাওয়া ছিল স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা,মূল ফটকের কাজ শুরু করা,শেখ হাসিনা হলের নির্মাণ সম্পন্ন করা,বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় খোলা রাখা, অডিটোরিয়াম টিএসসি নির্মাণ করা ইত্যাদি।
এ সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিনা মর্মু বলেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শিক্ষার্থীদের অধিকার আদায়ের কাজ করে যাচ্ছে। শিক্ষার ওপর যখনেই আগ্রাসন নেমে আসে তখনেই আমরা এগিয়ে আসি।তিনি আরও বলেন বিদ্যুৎ সাশ্রয়ের নামে বিশ্ববিদ্যালয় বন্ধ বন্ধ না রেখে সকল ধরনের একাডেমিক কার্যক্রম চালু করার প্রস্তাব দেন।বিশ্ববিদ্যালয়ের মূলফটক যেন দ্রুত নির্মাণ করা হয় তার আহ্বান জানান।যদি আমাদের দাবি গুলো পূরন না হয় তাহলে আমরা আন্দোলন আরও তিব্র থেকে তিব্রতর করব।