আপনি কি যেকোনো বড় ধরনের ঘটনা দ্রুত মোবাইল ফোনে টাইপ করতে পারদর্শী?
ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও দ্রুত পাঠাতে পারবেন? তাহলে প্রস্তুতি নিন আপনার বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা করার জন্য।
সাংবাদিকতায় দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে এমন সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান আগ্রহী ব্যক্তিগণ আবেদন করতে পারেন।
প্রতিষ্ঠানের নাম- দৈনিক নব প্রভাত
পদের নামঃ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (নির্ধারিত খালি থাকা সাপেক্ষে)
আবেদনের যোগ্যতাঃ
► শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে এইচএসসি পাস
► মোবাইলে ভিডিও ধারণ ও লাইভ করতে পারদর্শী হলে অগ্রাধিকার দেওয়া হবে।
► যোগাযোগে হতে হবে দক্ষ
আবেদন যেভাবেঃ
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন এই ঠিকানায়ঃ [email protected] এ (পদের নাম মেইলের সাবজেক্টে উল্লেখ করতে হবে)।
আবেদনের সর্বশেষ তারিখঃ
৫ নভেম্বর এর পর আবেদন গ্রহণযোগ্য হবে না।
যেকোনো সমস্যা অথবা যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুনঃ
►হোয়াটসঅ্যাপঃ +8801766107356