ইবি প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’ শুরু হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের উদ্যোগে ইবি ক্রিকেট মাঠে এর আয়োজন করা হয়।
জানা যায়, এ টূর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের মোট ২৪টি বিভাগ অংশগ্রহণ করবে। এতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ।
টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক শেখ মোস্তাাফিজুর রহমান। এসময় সংগঠনটির সভাপতি শাহীনুর ইসলাম ফিরোজ, সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ বুলবুল, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য আব্দুল মান্নান মেজবাহ, ইবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা শাহজালাল হোসেন সোহাগ, ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন ওয়াসিম সহ ক্রিকেট ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি শাহীনুর ইসলাম ফিরোজ বলেন, ‘মহান বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। আজ খেলা শুরু হয়ে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ খেলাধুলার মাধ্যমে ক্যাম্পাসকে মাদকমুক্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি।’
অধ্যাপক ড. শাহজাহান মন্ডল বলেন, ‘ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করার মাধ্যমে আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব। তাই পড়ালেখা খেলাধুলার মাধ্যমে নিজেকে পরিপূর্ণ মানুষ বানাতে হবে এবং মুক্তিযুদ্ধের অর্জনকে মূল্যায়িত করতে হবে।’
উল্লেখ্য, টুর্নামেন্টের আর্থিক সহযোগিতা করেছেন প্রাইম বিশ্ববিদ্যালয়-নার্সিং কোচিং ও সোহান’স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং।