ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নতুন ভবন থেকে পড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন লিমন। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। সকাল ১০টার দিকে সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবন থেকে পড়ে যায়। শব্দ শুনে হলের শিক্ষার্থীরা এগিয়ে আসে। ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সহপাঠীরা বলেন, ‘পারিবারিক ঝামেলার কথা শুনেছিলাম। পারিবারিক সমস্যা নিয়ে সব সময় হতাশ ও চিন্তিত থাকত। ধারণা করছি, এ কারণে সুইসাইড করে থাকতে পারে।’
জগন্নাথ হলের আবাসিক শিক্ষক চন্দন কুমার দাস জানান, লিমনের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা গ্রামে।