ঢাকা বিশ্ববিদ্যালয় এর কবি জসীমউদ্দীন হল ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত হল জয় বাংলা ফুটবল টুর্নামেন্ট ২০২২।
সোমবার(১৯ সেপ্টেম্বর) বিকাল ৬ টায় কবি জসীমউদ্দিন হল মাঠে উক্ত অনুষ্ঠানের গ্র্যান্ড ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।
কবি জসীমউদ্দিন হল শাখা ছাত্রলীগের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিদ মাহমুদ চৌধুরী এম.পি, মাননীয় প্রতিমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রনালয়। স্মারক বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তাছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. অহিদুজ্জামান( নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মো. আব্দুর রশিদ( প্রাধ্যাক্ষ, কবি জসীমউদ্দিন হল), আল নাহিয়ান খান জয় (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ) , লেখক ভট্টাচার্য(সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ), সাদ্দাম হোসেন(সাধারণ সম্পাদক, ঢাবি শাখা) সহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রসমাজ কে ক্রীড়ামুখী করছে, শুধু মাত্র পড়াশোনা করাই ছাত্রদের কাজ নয়। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে ছাত্রলীগের সাহায্যে ছাত্রছাত্রীদের আরো এগিয়ে আসার আহবান জানাই। “
অনুষ্ঠানের শেষাংশে বিজয়ী দল, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট, ম্যান অফ দা ম্যাচ এর পুরষ্কার প্রদান করা হয়।