ঢাবি প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী সদর উপজেলা শিক্ষার্থীদের সংগঠন নরসিংদী সদর উপজেলা ছাত্র কল্যান সমিতি (নরসিংহ) সভাপতি হিসেবে মনোনীত হয়েছে মেহেদী হাসান ইমন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন খন্দকার সুমন।
সোমবার ( ৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে নরসিংদী সদর উপজেলা শিক্ষার্থীদের এবং উপদেষ্টাদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন সভাপতি-সাধারণ সম্পাদককে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেয় উপদেষ্টারা।
নব মনোনীত সভাপতি মেহেদী হাসান ইমন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ সেশন ও সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। অন্যদিকে খন্দকার সুমন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশন ও কবি জসিমউদদীন হলের আবাসিক শিক্ষার্থী।
খন্দকার সুমন বলেন,’ নরসিংদী সদর উপজেলা থেকে প্রতিবছর বেশ সংখ্যক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। সেখানে অভিজাত শ্রেণি থেকে নিম্ন মধ্যবিত্ত সকল ধরনের পরিবারের সন্তান থাকে, আমাদের সংগঠনকে মাধ্যম ঢাল বানিয়ে আমরা সকল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। সকল শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধির পাশাপাশি তাদের দক্ষতা, শিক্ষাবৃত্তিসহ সকল কল্যাণমূলক কাজ করতে চাই।’