বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৬ যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি বিভাগের ২০১৫-১৬ সেশনের সাবেক শিক্ষার্থী আফসানা মিমি। রোববার (১৯ মার্চ) সকালে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।
বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। খুলনা থেকে ঢাকাগামী বাসে মিমি নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। পদ্মা সেতু এক্সপ্রেস ওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পরে যাওয়ায় তৎক্ষণাৎ নিহত হয় মিমি। নিহত বশেমুরবিপ্রবি’র সাবেক শিক্ষার্থী আফসানা মিমির পৈতৃক নিবাস গোপালগঞ্জ এর হীরাবাড়ি এলাকায়। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা প্রায় ২০ জন।আহত হয়েছেন প্রায় ২৫ জন।এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৮ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।হতাহত বহু রয়েছে।উদ্ধার কাজ চলছে।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে যায়। ইমাদ পরিবহনে দূর্ঘটনার শিকার হয়ে এপর্যন্ত মারা গেছেন বশেমুরবিপ্রবি পরিবারে দুই সদস্য।
এর আগে ১৪ অক্টোবর ২০২১ তারিখে ইমাদ পরিবহনের ধাক্কায় ইজিবাইকে থাকা বশেমুরবিপ্রবি ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক কাজী মসিউর রহমান নিহত হন।