শনিবার, অক্টোবর ১২, ২০২৪

সেরা প্রশিক্ষক পুরষ্কার পেলেন বাংলাদেশের ইউসুফ ইফতি

প্রকাশ :

দক্ষিন এশিয়ার সেরা প্রশিক্ষক হিসেবে পুরস্কার পেলেন প্রশিক্ষন খাতের অন্যতম খ্যাতিমান প্রশিক্ষক ইউসুফ ইফতি।

মূলত সেলস লিডারশীপ এর উপর প্রশিক্ষণ দিয়ে পরিচিতি পান ইফতি।
গত ১৫ ও ১৬ই সেপ্টেম্বর ভারতের কলকাতা শহরের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে “ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেইনিং এন্ড ডেভেলপমেন্ট (আইএসটিডি)” আয়োজিত ৬ষ্ঠ রিজিওনাল কনফারেন্সে সাত শতাধিক প্রশিক্ষকের মধ্যে ১০০ জন অংশ নেন প্রতিযোগীতায়। তারমধ্যে একটি দীর্ঘ প্রতিযোগীতা শেষে প্রথম স্থান পান ইফতি।

ইফতি বলেন,” ২ মাসব্যাপী বিভিন্ন স্তরের পরীক্ষার মাধ্যমে প্রথমে ৪০ জন, এরপর ২০ জন, এরপর প্রথম ১০ জন, এবং চূড়ান্তভাবে প্রথম এবং ২য়জন কে রানার-আপ স্বীকৃতি দেওয়া হয়। যেখানে সকল দেশের ট্রেইনারদের কে পেছনে ফেলে প্রথমস্থান অধিকার করি, আর ২য় হয়েছে হয়েছেন ভারতের দিল্লি-র আনুজা সেহগাল এবং কলকাতার মদুসুদুন দত্ত। প্রথম দশজনের মধ্যে ছিলেন যথাক্রমেঃ ইউসুফ ইফতি, আনুজা সেহগাল, মদুসুধন দত্ত, কেদারনাথ মুখার্জি, পার্থা দত্ত, পেরেসি সাবওয়ালা, প্রবীণ সিংহ, সোম শুভ্র মুখার্জি, উত্তম সাহায় এবং কানাদ ভট্টাচারিয়া। উল্লেখ্য, এইখানে বিচারক প্যানেলে বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ জন সদস্য ছিলেন যারা কেউ একে অপরের পূর্ব পরিচিত নন৷ অত্যন্ত গোপনীয়তা রেখে বিষয়টি সম্পন্ন করেন তারা। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সময় ভারতের মানবসম্পদ ব্যাক্তিত্ত্ব টিভি রাও এবং বাংলদেশের মানবসম্পদ বিভাগের পরিচিত মুখ মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১৯৭০ সাল থেকে ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেইনিং এন্ড ডেভেলপমেন্ট (আইএসটিডি) এশিয়ান সাবকন্টিনেন্ট এ প্রতিবছর বিভিন্ন কনফারেন্স আয়োজন করে আসছে। এই বছরের কনফারেন্স এর মুল প্রতিপাধ্য বিষয়ছিল, এজিলিটি এবং সাষ্টেনাবিলিটি ফর অরগানিজেশন। কনফারেন্সটিতে ভারত, নেপাল, ভুটান এবং বাংলাদেশের প্রশিক্ষকরা অংশ নিয়েছেন। ব্যক্তিজীবনে ইউসুফ ইফতি ফিউচার আইকনের সিইও। এই আয়োজনে বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী, এমপি এবং ওয়েস্ট বেঙ্গল এর শ্রম এবং আইন মন্ত্রী মলয় ঘটক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইউসুফ ইফতি গত ২ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের কর্পোরেট জগতে বেশ সুনামের সাথে সেলসে এবং সেলস লিডারশীপ ট্রেইনার হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমানে ট্রেইনিং এর উপর পুত্রা বিজনেস স্কুল, পুত্রা বিশ্ববিদ্যালয় মালোয়শিয়া থেকে পিএইচডি ডিগ্রি করছেন।

ইউসুফ ইফতি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,” এই অর্জন আমার জন্য তথা বাংলাদশের সকল ট্রেইনাদের জন্য অনেক বড় একটা ভালো লাগার ব্যাপার। সেই প্রাচীন আমল থেকেই আমাদের দেশের কর্পোরেট মালিকগণ বিদেশি ট্রেইনারদের প্রতি অনেক আকৃষ্ট থাকেন, তবে আজকে প্রমাণ হয়েছে বাংলাদেশেই এখন বিশ্ব মানের ট্রেইনার আছেন। যারা বাংলাদেশের মানুষদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারেন। এই অর্জন আমাকে সামনের দিকে কাজ করতে অনেক অনুপ্রেরণা যোগাবে তথা আমাদের এই উপমহাদেশে আরো অনেক কাজ পেতে সাহায্য করবে। অনুষ্ঠান এর পরপরই আমি ভারতে নবরত্ন কোম্পানি কোল ইন্ডিয়া-র ব্যাবস্থাপনা পরিচালকের কাছে থেকে উনার কোম্পানিতে প্রাথমিক কাজ করার আমন্ত্রণ পেয়েছি যা শীঘ্রই করবো। পরিশেষে আমার এই অর্জনে যারা আমাকে গড়ে তুলেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে আমার মেন্টর জনাব কাজি এম আহমদ কে।

এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ২৫ জন কর্পোরেট ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। যাদের মধ্যে প্রফেসার ড: ফরিদ সোবহানি, মোশাররফ হোসেন, নিলুফার করিম, জানিবুল হক, রওশন আলি বুলবুল প্রমুখ।

আরও পড়ুন

মন্তব্য করুন

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন

কোটিপতি হলেই কি সম্পদের সারচার্জ দিতে হবে?

মোঃ আতিকুল্লাহ সরকার,বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস সম্পদের সারচার্জ হল একটি অতিরিক্ত কর যা বিত্তবান বা উল্লেখযোগ্য সম্পত্তি সম্পন্ন...

দেশে প্রথম উপস্থাপনা নিয়ে রিয়েলিটি শো’র চ্যাম্পিয়ন ড্যাফোডিলের জয়া

মমতাজ হারবাল প্রোডাক্টস এর সার্বিক সহযোগিতায় এনটিভি আয়োজিত ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ‘আলো ছড়াবে উপস্থাপনায়’। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের...

পাবিপ্রবিতে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যা

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সিলিং ফ্যানের সাথে গলায় ফাস দিয়ে আত্নহত্যা করেছে। ঐ...

বাংলা চলচ্চিত্রের প্রথমবার শেখ ফরিদ পলক; ফাস্ট লুকেই বাজিমাত

নিজস্ব প্রতিবেদক: প্রকাশ পেয়েছে ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমার তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলকের ফার্স্ট লুক। শুক্রবার...

পাবিপ্রবির বিআরটিসি বাস ভাঙচুর, আহত ১

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা চলা টানা ৪৮ ঘন্টার হরতালে ভাঙচুর করা হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি)...

এ সম্পর্কিত আরও পড়ুন

কোটিপতি হলেই কি সম্পদের সারচার্জ দিতে হবে?

মোঃ আতিকুল্লাহ সরকার,বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস সম্পদের সারচার্জ হল একটি...

বিদ্যুৎ সাশ্রয়ে টানা দেড় বছর বন্ধ বেরোবির বৃহস্পতিবারের ক্লাস।

আল-আমিন,বেরোবি প্রতিনিধি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গত দেড় বছর...

রক্তদান দিবস যেভাবে আমাদের হলো

- সৈয়ব আহমেদ সিয়াম শুরুতেই পরিচিত হই বাংলাদেশের বিভিন্ন...

রোববার পাবিপ্রবির ‘স্মার্ট কর্মসংস্থান মেলা’

পাবিপ্রবি প্রতিনিধিঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের...