ঢাবি প্রতিনিধি
আর মাত্র কিছুদিন, এরপরই পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের। ফুটবল বিশ্বকাপ মানেই বাড়তি উন্মাদনা, বাড়তি আমেজ। বিশেষ করে ফুটবল বিশ্বকাপ শুরু হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে যেন আমেজটা একটু বেশিই চোখে পড়ে।
ক্রিকেট বিশ্বকাপ চলমান থাকায় এখনও পুরোদমে ফুটবল বিশ্বকাপের আমেজ দেখা না গেলেও ধীরে ধীরে ফুটবল বিশ্বকাপের আমেজ পরিলক্ষিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ সারাদেশে।
শনিবার রাত ১১ টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায় ব্রাজিল- আরজেন্টিনার সমর্থকদের সৌজন্য মিছিল। নিজ পছন্দের দলের জন্য শুভ কামনা জানিয়ে ক্যাম্পাসের ভক্তগণ তাদের ভালোবাসা প্রকাশ করেন মিছিলের মাধ্যমে
ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তোলেন ক্যাম্পাসের সমর্থকরা।
ফুটবলের আবেগ-উন্মাদনা ফিরিয়ে আনতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আঁকা হচ্ছে গ্রাফিতি,দেয়াল জুড়ে টানানো হচ্ছে প্রিয় দলের ব্যানার।