মো আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অতিথিরা হলের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন অনুষ্ঠানের অতিথিরা।
অনুষ্ঠানে হল প্রভোস্ট ও প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো নুরুল হায়দার রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো রমিজ উদ্দিন , ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো মাহফুজুল হক, বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ। এছাড়াও অনুষ্ঠানটিতে হলের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, শহীদ নাজমুল আহসান হলের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি আন্তরিক। এখন প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরবর্তীতে অভিভাবক সমাবেশের আয়োজন করা হবে। যেসব শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারছে না তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মহির উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্য শহীদ নাজমুল আহসান হলটি সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন। হলের শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ ভালো। প্রথম বর্ষের শিক্ষার্থীরা এখন থেকে ভালোভাবে পড়ালেখা করলে কর্মজীবনে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারবে।