বিয়ে করছেন গায়ক সংগীত পরিচালক প্রীতম হাসান ও মডেল শাহতাজ মুনিরা হাশেম। দুজনের প্রেম ও পছন্দকে প্রাধান্য দিয়ে পারিবারিকভাবে তাদের বিয়ে হতে যাচ্ছে বলে যানা যায়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সোশ্যাল মিডিয়া ফেসবুকে দুই তারকার ‘মেহেন্দি’ অনুষ্ঠানের ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
সংগীতশিল্পী প্রীতম হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে।
উলেখ্য, শাহতাজ মডেল-অভিনেত্রী, কিন্তু গানও গেয়েছেন। প্রীতম হাসান গায়ক, তিনিও করেছেন অভিনয়। ২০১৭ সালে দু’জনকে পাওয়া গিয়েছিলো একটি মিউজিক ভিডিওতে। যেখানে ‘জাদুকর’ হয়েছেন প্রীতম আর শাহতাজ রাজকুমারি।
অবশেষে জাদুকরের সাথেই বিয়েতে আবদ্ধ হচ্ছেন শাহতাজ।