ভৈরবী’র গীতরঙ্গ দলের পরিবেশনায় মঞ্চায়িত হলো ‘রাইকুঞ্জ’
মঙ্গলবার (১৪ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তরুণ নির্মাতা ইলিয়াস নবী ফয়সালের রচনা ও নির্দেশনায় ভৈরবী’র গীতরঙ্গ দল মঞ্চায়ন করে নাটক ‘রাইকুঞ্জ’।
অনুষ্ঠানে ‘রাইকুঞ্জ’ এর প্রথম মঞ্চায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, গবেষক এবং ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ এর সভাপতি গোলাম কুদ্দুছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পথ নাটক পরিষদ এর সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস। এছাড়া ভৈরবী’র প্রতিষ্ঠাতা এবং কার্য নির্বাহী প্রধান ইলিয়াস নবী ফয়সাল, ব্যবস্থাপনা পরিচালক শাহীদুজ্জামান খান শাহী, ভৈরবী’র কার্য নির্বাহী দলের সদস্যবৃন্দ সহ পৃষ্ঠপোষকদের পক্ষে থেকে অতিথিরা উপস্থিত ছিলেন।
ভৈরবী’র ব্যবস্থাপনা পরিচালক শাহীদুজ্জামান খান শাহী জানিয়েছে, “ভৈরবী একটি দেশীয় সংস্কৃতি গবেষণা এবং গীতরঙ্গ পরিবেশনা কেন্দ্র। মূলত তরুণ প্রজন্মের হাত ধরে দেশের হারিয়ে যেতে বসা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে কাজ করে যাচ্ছে ভৈরবী। এই প্রচেষ্টায় আমাদের সাথে যুক্ত আছে দেশের এবং এশিয়া মহাদেশের ১২০+ এর অধিক শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা। আমাদের গবেষণা এবং তার থেকে উঠে আসা তথ্যের ভিত্তিতে তৈরি আমাদের গীতরঙ্গ পরিবেশনা দল।
প্রধান অতিথি জনাব গোলাম কুদ্দুছ বলেছেন, “ভৈরবী দেশীয় সংস্কৃতি বাঁচিয়ে রাখতে কাজ করছে। অনেকেই এই প্রচেষ্টা করেছেন তবে বিভিন্ন বাঁধা-বিপত্তির সম্মুখীন হয়ে পিছিয়ে গিয়েছে। ভৈরবী প্রায় ৩ বছর ধরে এই কার্যক্রম সাহসিকতার সঙ্গে করে যাচ্ছে। আগামী দিনেও তারা এমন সুন্দর সুন্দর কাজ উপহার দিবে সেই কামনা।”
বিশেষ অতিথি হিসেবে আহমেদ গিয়াস বলেছেন, “তরুণ নির্মাতা ইলিয়াস নবী ফয়সালের রচনা ও নির্দেশনায় ভৈরবী’র পরিবেশনা রাইকুঞ্জ দর্শকের মন জয় করে নিয়েছে। নতুন শিল্পীদের নিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন নির্মাতা। রাইকুঞ্জর মঞ্চায়ন প্রতি মাসেই হোক। প্রতি মাসেই পূর্ণ হল নিয়ে মানুষ উপভোগ করতে চলে আসবে। এই বিষয়ে যেকোনো সাহায্য সহযোগিতায় আমরা পাশে আছি।”