শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘোড়াশাল ইউনিয়নের ৯০ বছরের বৃদ্ধ রহমত আলী। জীবনের শেষ সময় পার করছেন এখন, দেখেছেন দেশভাগ, মুক্তিযুদ্ধ, ১৫ আগস্ট।
গতকাল বুধবার যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী ঘোড়াশালে গণসংযোগ করেন। এ সময় ৯০ বছরের এই রহমত আলী খালেদ শওকতের বাবা সাবেক ডেপুটি স্পিকার মরহুম কর্ণেল (অব:) শওকত আলীর কথা মনে করে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
খালেদ শওকত আলী তার কাছে আসছে নির্বাচনে নৌকায় ভোট চাইলে রহমত আলী জানান, ৭০ এর নির্বাচন থেকে তিনি নৌকাতেই ভোট দিয়ে এসেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এটাই করে যাবেন।
গণসংযোগ শেষে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী বলেন, “আমার নড়িয়া ও সখীপুরের সর্বস্তরের জনগণ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে শরীয়তপুর ২ নং আসন উপহার দেবেন। আমার এলাকাবাসী নৌকায় ভোট দেবেন কারন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আজ পদ্মার বুকে সেতু সম্ভব হয়েছে। তারা নৌকায় ভোট দেবে কারন তাদের সন্তানেরা বিনামূল্যে বই পায়, তাদের বিধবা মায়েরা বিধবা ভাতা পায়, বয়স্করা বয়ষ্ক ভাতা পায়, মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ ভাতা পায়। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প আমার এলাকাবাসীর কাছে নেই।”