বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট ষষ্ঠ আসরে সমালোচনা যেন পিছুই ছাড়ছে না। উপস্থাপনা, সম্প্রচার মাধ্যমসহ নানা ভুলের কারণে বিপিএলের আয়োজক কমিটি যখন সমালোচনায় হুবুডুবু খাচ্ছিলো ঠিক তখনই যোগ হল ’বিদ্যুৎ বিভ্রাট’।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশাল। ইনিংসের ১.২ ওভার যেতেই হঠাৎ অন্ধকারে ছেয়ে যায় মাঠ। বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে মিরপুর স্টেডিয়াম।
মাঠে উপস্থিত থাকা সমর্থকরা তাৎক্ষণিকভাবে নিজেদের হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে আলো জ্বালিয়ে সে অন্ধকার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। এর কয়েক মিনিট পর ফিরে আসে বিদ্যুৎ।
এ ঘটনার কারণ এখনও ব্যাখ্যা দেয়নি বিসিবি। তবে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় স্টেডিয়ামে এমন অবস্থা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।