সুরক্ষার আবারও একধাপ এগিয়ে হোয়াটসঅ্যাপ।
সম্প্রতি এক নতুন আপডেটে জানা গিয়েছে, এই মেসেজিং অ্যাপে ভিউ ওয়ান্স (View Once) ফিচারের অধীনে স্ক্রিনশট নেওয়া বন্ধ করে দিয়েছে সংস্থাটি।
মেটা মালিকাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা বজায় রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের।
উল্লেখ্য, নতুন এই ফিচারটির সুবিধা হল, ভিউ ওয়ান্স ব্যবহার করে কাউকে কোনো ছবি বা ভিডিও পাঠালে প্রাপক মেসেজ দেখে নিলে সেটি নিজে থেকেই ডিলিট হয়ে যায়, অর্থাৎ দ্বিতীয়বার সেটিকে দেখার সুযোগ পাওয়া যায় না। এর ফলে মিডিয়া ফাইলগুলি গ্রহীতার ডিভাইসের স্টোরেজ দখল করে থাকে না। এই সুবিধা দেওয়ায় খুব স্বাভাবিকভাবেই হোয়াটসঅ্যাপে-এর এই ফিচারটি ইতিমধ্যেই ইউজারদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে গিয়েছে।
Wabetainfo সূত্র থেকে জানা গিয়েছে, এই আপডেট ইতিমধ্যে বিটা ব্যবহারকারীদের কাছে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ভিউ ওয়ান্স ফিচারে কোনও ছবি বা ভিডিও রিসিভ হলে তার স্ক্রিনশট আর নেওয়া যাবে না। এমনকি ভিডিও রেকর্ডিংও করা যাবে না।